BENGALI POETRY
Bengali poetry is a rich and vibrant literary tradition originating from Bengal, encompassing both modern-day Bangladesh and the Indian state of West Bengal. It is an integral part of Bengali literature, deeply rooted in the region's culture, history, and spiritual heritage. Bengali poetry spans centuries, evolving through various periods and reflecting a diverse range of themes, styles, and emotions.
মুঠো ভরা শিউলি
সেদিন তুমি কাঁচা হাতের লেখায় ভালোবাসা পাঠিয়েছিলে বিজ্ঞানের খাতায় ,
তোমার এলোমেলো শব্দেরা বুঝিয়েছিল এক নির্বাক রসায়ন;
সেদিন তোমার অগোছালো শব্দরাশি দিয়ে আমি হয়েছিলাম কবিতাময়।
সেদিন তোমার ভালোবাসা এসেছিলো লাল গোলাপের বিলাসিতায় নয়,
ভালোবাসা এল শিশির মাখা শিউলি ছাড়ানো ভোরের আঙিনায় ;
আমি সেদিন ভালোবাসার আতর মেখে হয়েছিলাম সৌরভময়।
তোমার চোখে উঁকি দিয়েছিলো সেদিন ভবিষ্যতের স্বপ্নেরা,
বর্তমানের কঠিন অন্ধকারে ভরসা অন্তর্যামী;
জানি হারিয়ে যাবেনা কোনোদিন তোমার আমার গল্পেরা।
আমার পৃথিবী
একদিন খুব ভোরে ,মেঘেরা সব যাচ্ছে উড়ে
”দল বেঁধে সব যাচ্ছ কোথা?”
মস্ত স্কুল বাড়িটা নীচ থেকে হাঁক পাড়ে
সামনে চলা মেঘবালিকা থমকে দাঁড়িয়ে বলে –
যাচ্ছি মোরা ঐ সুদুরে
নাম না জানা নতুন কোনো দেশে !
হঠাৎ কেন স্বদেশ ছেড়ে দিচ্ছ পাড়ি অচিনপুরে ?
জানতে শুধায় দীর্ঘদেহি স্থবির ইমারত।
হেথায় সকাল সন্ধে এক হয়েছে আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায় ;
বাতাস ভরেছে পোড়া শবের কটু গন্ধে ,
কূজন বদলেছে আজ চিল কাকের কলরবে।
প্রাণঘাতী মহামারী তে শুধু স্বজন হারানো হাহাকার !
সব ছেড়ে ঠিকানা খুঁজি তাই নতুন পৃথিবীতে।
শুনে স্কুল বাড়িটা বলে -মহামারীতে একলা করেছে আমায় ;
আজ অপেক্ষার প্রহর গোনে ধুলো জড়ানো বেঞ্চের সারি
টিফিন বেলায় আঙিনাজুড়ে দস্যি দামালের দাপাদাপি ,
সে সব স্মৃতি বুকে নিয়ে আশা তবু মনে
কালো রাত্রি শেষে হবে প্রভাত অবশেষে।
ভেঙে যাবে সব নীরবতা,অব্যাক্ত শুন্যতা;
প্রাণ ফিরে পাব অগণিত শিশুদের কোলাহলে।
সেদিন তুমিও ফিরে এস, নীল আকাশে আগমনীর বার্তা নিয়ে
গ্রাম থেকে শহর মুক্ত কন্ঠে করবে বরণ শিউলিভরা সৌরভে
তোমার আমার প্রাণের পৃথিবীতে !
জীবনের রঙ
নীলচে হওয়া দুঃখ গুলো ভাসিয়ে দিও স্রোতে
খয়েরি রঙের কষ্ট যত উপড়ে ফেলো পুরানো বল্কলসম ,
শুধু ধূসর হওয়া অভিমান টা জমে থাক গহীন অন্তরে !
রং শুধু ফাগুনের নয়,বরং রং থাক জীবনে।
কোনো একদিন প্রেমিক পুরুষের সোহাগ মাখা পরশে
ধূসরতা ভুলে ভালোবাসা আসবে রাঙা পলাশে !
তোমার হাসিতে হবে ভোরের আকাশ রাঙা
কান্না তোমার ছড়িয়ে পড়বে হাজার পদ্ম পাতায় ,
রামধনুর রশ্মি ছটায় স্বপ্ন আঁকবে জীবনের ক্যানভাসে !
রং শুধু ফাগুনের নয়,বরং রং থাক জীবনে।
জরাজীর্ণ প্রকৃতি ধূসরতা মুছে যেমন রাঙিয়ে ওঠে
কখনো সবুজ সজীবতায় ,কখনো নীল উদারতায় , কখনো বা সোনালী উচ্ছাসে!
পাওয়া না পাওয়ার জীবন পূর্ণ হোক,সুখ দুঃখের রঙ্গিন বারোমাস্যায়;
রং শুধু ফাগুনের নয়,বরং রং থাক জীবনে।
কবি প্রণাম
ছোট বেলার সরল জীবন সেদিন মজেছিলো,
তোমার সহজ কথার ‘সহজপাঠে’।
শিশু মন ছুটেছে কল্পনায় বকশীগঞ্জের হাটে
কখনো বা মধু মাঝির বাধা নৌকায় রাজগঞ্জের ঘাটে।
কিশোর মন ব্যাকুল হয়েছে, রাতদুপুরের প্রশ্নে !
না হয় সাধ জেগেছে ইচ্ছাপূরণের গল্পে।
কেউ হয়েছে দ্বার রক্ষী মা এর, বীরপুরুষের মতো
আবার বড় হয়ে সামলাবে কেউ বাবার মতো সংসারের ঝক্কি যত !
ভবঘুরে জীবন ‘তারাপদ’ হয়ে প্রকৃতির টানে পাড়ি দেয় সকল পিছুটান ভুলে
যৌবন সাজায় কেউ আবার বিহারীর ন্যায় চারিত্রিক দৃঢ়তায়
প্রেমিক মন ভাষা খুঁজে পেয়েছে তোমার লেখনীর ধারায়,
রাগে অনুরাগে কাঙ্খিত সুজন ধরা দিয়েছে নীরব ভালোবাসায়।
আমরা মিছে একাল সেকালের দ্বন্দে অবিরত
সব ভুলে আজ নতমস্তকে পংক্তি বদ্ধ সুরের মূর্ছনায় ,
শৈশব থেকে বৃদ্ধ মনে সংসারের প্রতি কোণে
মেতে উঠুক সর্বকালের কবির চরণ বন্দনা।